ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭
ধর্মের অপব্যাখা পালনকারী মানুষ নামের নরপশুদের হাতে প্রাণ হারানো সন্তানের মায়ের কান্না আজ ও থামছেনা। ছেলে আসবে,এই ভেবে পথ চেয়ে থাকা মায়ের চোখের জল অবিরত ঝড়ছে। বুকফাটা আর্তনাদ আর সন্তান হারানোর কষ্ঠ তাড়া করে ফিরছে বাবাকে। পিতার কাঁেধ সন্তানের লাশ। এর চেয়ে কষ্ঠের আর কি হতে পারে ? সেই মমতাময়ী মায়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে শান্তনা দিচ্ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। কান্না জড়িত কন্ঠে এস এম জাকির হোসেন বলেন, চিন্তা করোনা মা, ধৈর্য্য ধরো, মনে করো আমিই আপনার ফাহিম।
সিলেটের শিববাড়ীতে জঙ্গিদের বোমা বিস্ফোরণে নির্মমভাবে নিহত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিমের কুচাই গ্রামের বাড়িতে যান তিনি। গত রোববার সন্ধ্যায় নিহত ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিমের পিতা মাতার সাথে দেখা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এস এম জাকির হোসেন । এরপর তিনি ফাহিমের পিতা ও বড় ভাইকে নিয়ে ফাহিমের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দসহ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ এর সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামালের পৃষ্ঠপোষকতায় জঙ্গিদের বোমা বিস্ফোরণে প্রাণ হারানো দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিমের স্মৃত্বির প্রতি সম্মান জানিয়ে গঠন করা হচ্ছে ফাহিম স্মৃত্বি সংসদ। অচিরেই পূর্ণাঙ্গভাবে ফাহিম স্মৃত্বি সংসদ আত্ম-প্রকাশ করবে। প্রেস-বিজ্ঞপ্তি।
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি