• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত

প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৭

সুরমা ডেস্কঃ   ‘রক্তদান হোক স্বেচ্ছায়, বিনামূল্যে এবং নিরাপদে’ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে “শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন” এর উদ্যোগে রোববার সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচী পালিত হয়েছে। উক্ত ক্যাম্পেইনে প্রায় ৭’শ ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ছাত্র-ছাত্রীরা উৎসাহ নিয়ে রক্তের গ্রুপ নির্ণয় করেছেন। শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন এর কার্যকরী সদস্য কাউছার আহমেদ তুষার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ওয়েল্ডিং বিভাগের চীফ ইন্সট্রাক্টর সজল পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের পাওয়ার বিভাগের শিক্ষক মোঃ রাশেদুল হক চৌধুরী এবং ইলেক্ট্রনিক্স বিভাগের শিক্ষক আব্দুর রহিম।
এতে শুদ্ধ’র সদস্য এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন, সজিব, হিমেল, নাসির, তানভীর, রাবেল, হাবিব, শুভ, লুৎফা, নাজিউর, সুমা, মনি, পাপ্পু, শাহরিয়ার, জয়নাল, ইকবাল, শারমিন, বিন্দু, ঈশা, তামান্না, তালহা, নজরুল, তপু, সানি, মান্না, শাহাদাৎ, মুরাদ, রিয়াজ, আরিফ, সাগর, নির্জন, রুমন, ঝুমা, রিপন, কবিতা, মিতু, জাকিয়া, জ্যোতি, রূপা, উর্মি, তাহা, মাছুম এবং উক্ত প্রতিষ্ঠানের রোভার স্কাউট টিম।