• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুচাই ইউনিয়ন শ্রমিকলীগের সভা অনুষ্ঠিত : জাতীয় শ্রমিকলীগ দেশের উন্নয়ন ও শ্রমিকদের কল্যাণে কাজ করছে

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৭

বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ ৪নং কুচাই ইউনিয়ন শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা শুক্রবার রাতে দক্ষিণ সুলতানপুর আনোয়ার মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়।কুচাই ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ ফুকন মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হালিমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শাহ আলী রাজা। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কুটি মিয়া, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি ইছাক আলী, সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কবির, সদস্য ফখরুল ইসলাম, বঙ্গবন্ধু যুব পরিষদ সিলেট জেলা সভাপতি খালেদ হোসেন হীরা, কুচাই ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হাদী ফায়েক, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দাউদপুর ইউনিয়ন শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য নোমান আহমদ লিটন, শ্রমিক লীগ নেতা হানিফ আহমদ, আব্দুশ শহীদ, আব্দুল মালিক, ইসমাইল আলী, উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আফছাল আহমদ লিপু, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কুচাই ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, শামীম আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত আব্দুল মোমিন মুরাদ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন জাতীয় শ্রমিকলীগ সব সময় দেশের উন্নয়ন ও মেহনতী শ্রমিকদের কল্যাণে কাজ করছে। আগামীতে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে শ্রমিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আ’লীগের সহযোগি সংগঠন শমিকলীগ। সংগঠনের কার্যক্রম গতিশীল ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরকে এক যোগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি