ঢাকা ১১ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: 7:57 PM, October 22, 2017
সিলেট সুরমা ডেস্ক : দেশ ছাড়ার আগে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়ার সামাজিক যোগামাযোগ মাধ্যমে তার কিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে। আগামী ১৯ নভেম্বর চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। বৃহস্পতিবার চীনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন জেসিয়া ইসলাম।
ফেসবুকের যে পেজটি থেকে ছবিগুলো আপলোড করা হয় সেই পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে নানান জনের ফেসবুক ওয়ালে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল হওয়া ছবির যুবকটি জেসিয়ার সাবেক বয়ফ্রেন্ড। ছবিতে যুবকটির সঙ্গে তাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। কিন্তু নেটিজেনদের প্রশ্ন, তার দেশ ছাড়ার পূর্ব মুহূর্তে কেন ছবিগুলো ভাইরাল হলো।
এই নিয়ে পক্ষ-বিপক্ষে নানা কথা শোনা যাচ্ছে। অনেকে বলছেন, আজকের যুগের প্রায় সবারই বয়ফ্রেন্ড রয়েছে, সেখানে জেসিয়ারও বয়ফ্রেন্ড থাকতে পারে- এটা নিয়ে বাড়াবাড়ির কি আছে।
আবার কেউ কেউ বলছেন, শুরু থেকেই একটা পক্ষ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাবটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। এখনও তারা সেই চেষ্টা অব্যাহত রেখেছে। অন্য এক শ্রেণির নেটিজেন ভাইরাল হওয়ার ছবির মধ্যে নতুন কোনো রহস্য খুঁজছেন।
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সহযোগী সম্পাদক : জয় চৌধুরী
ব্যবস্থাপনা সম্পাদক : আর কে চৌধুরী
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি