• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে দ্বিতীয় দিনে সোয়া ৩ কোটি টাকার কর আদায়

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে সাত দিনব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিনে ৩ কোটি ২৫ লাখ ৩ হাজার ১৬৩ টাকার কর আদায় হয়েছে। দ্বিতীয় দিনে সেবা নিয়েছেন ১৭ হাজার ৭শত ৩৩ জন এবং ৩১ জনকে নতুন ইটিআইএন প্রদান করা হয়েছে।

এর মধ্যে শুধু সিলেটেই ৩ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা আদায় করা হয়। আর সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে ২০ লাখ ৩৯ হাজার ৭৬৩ টাকা আদায় করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় পরিমাণে কর দিয়েছেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আশা। তারা তাদের ১৬০ জন কর্মকর্তার নামে মোট ৫২ লাখ টাকা কর দিয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কর অফিসের উপ কমিশনার কাজল সিংহ ।

এদিকে প্রথমদিন শেষে সিলেট কর মেলা থেকে ২ কোটি ৩০ লাখ ৪৫৩ টাকা কর আদায় হয়েছে। এছাড়া সেবাগ্রহণ করেছেন ৯৪৩ জন এবং নতুন করে ইটিআইএন (ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর) গ্রহণ করেছেন ৫০ জন।

প্রসঙ্গত, বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ইমরান আহমদ। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

বিভাগজুড়ে ৭ নভেম্বর পর্যন্ত চলা মেলায় ২শ’ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিলেট কর অঞ্চল।