• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ে রাবেয়া খাতুন চৌধুরী বৃত্তি অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৭

সিলেট মহানগরীর হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী জমিরুদ্দিন বলেছেন, ইসলাম সত্য ও মানবতার ধর্ম। ইসলামের অনুশান মেনে চলার মধ্যেই দুনিয়া ও আখেরাতে কল্যাণ নিহিত রয়েছে। শিক্ষা প্রসারে বেগম রাবেয়া খাতুন চৌধুরীর অবদান সিলেটবাসী সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সিলেটের কামালবাজারে হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বেগম রাবেয় খাতুন চৌধুরী বৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বুরহান হোসেন, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তজম্মুল ইসলাম, বদলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুকতাদির, বিবিদলই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ, সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শামসুল ইসলাম, আব্দুল রাকিব, খলিল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মারিয়া তানজিনা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খালেদ। অনুষ্ঠানের শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জমিরুদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম রাবেয় খাতুন চৌধুরী বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। বিজ্ঞপ্তি