• ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৮

দক্ষিণ সুরমার পাঠান পাড়াস্থ জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সোমবার সকাল ১১ টায় বিনা মুল্যে পাঠ্য বই বিতরণ করা সম্পন্ন করা হয়েছে। জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে ও জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমাল কান্তি দেবের পরিচালনায় এতে অণ্যানোর মধ্যে উপস্থিত ছিলেন কিশলয় কিন্ডার গার্ডেনের ম্যানেজিং কমিটির সভাপতি ও জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন,সাবেক মেয়র আজম খান, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক অরবিন্দ ভট্রাচার্য, সহকারী শিক্ষক ডালিয়া শাহানা, ও কিশলয় কিন্ডার গার্ডেনের পিন্সিপাল আহমদ সমসের সিরাজ সোহেল,২৭ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছয়েফ খান, , জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক কাজিম উদ্দিন ও কল্যান ভট্রর্চায্য। উল্লেখ্য এ বছর জে এ সি পরিক্ষার ফলাফলে দক্ষিন সুরমা উপজেলার মধ্যে অন্যতম সাফল্য অর্জন করেছে জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় । ১৮৯ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ১৮৭ জন পাশ করেছে । এর মধ্যে এ প্লাস পেয়েছে ৫ জন এ পেয়েছে ৫২ জন বাকীরা বিভিন্ন গ্রেডে পাস করেছে। প্রেস-বিজ্ঞপ্তি।