• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষা মূলক অনুপ্রেরণা সৃষ্টি হয় : কাউন্সিলর লিপন

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০১৮

এম এ কাদির হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা’র বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে অবস্থিত এম এ কাদির হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় ম বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ’র সভাপতিত্বে ও সহ সুপার আব্দুল মুকিত শাহীন’র পরিচালনায় মাদ্রাসার হল রুমে বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি হেলাল বক্স,প্রধান আলোচক ছিলেন ২৬নং ওয়ার্ড এর কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বক্স লিপন, বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আহাদ চৌ:ও এনায়েত উল্লাহ সজিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুরুস্কারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি আগ্রহবোধ সৃষ্টি হয়। তাদের মধ্যে সৃজনশীলতা ও প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি হয়। এছাড়া প্রধান আলোচক তার বক্তব্যে বলেন,কোমলমতি শিশুদের মধ্যে এরকম পুরুস্কার বিতরণের মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের শিক্ষা মূলক অনুপ্রেরণা সৃষ্টি হয়,যার দ্বারা তারা তাদের নিজেদের জীবনকে প্রতিযোগিতা মূলক সফলতার দিকে এগিয়ে নিতে সহায়তা করে। এছাড়াও বিশেষ অতিথি বৃন্দ ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাফিজুল ইসলাম (সহকারী শিক্ষক), আব্দুল আজিদ খাজেদ(সহকারী শিক্ষক ),আবুল হোসেন(সহকারী শিক্ষক),জাকির হোসেন(সাধারন সম্পাদক,অভিভাবক কমিটি,রফিক আহমদ(সহ-সাধারন সম্পাদক, অবিভাবক কমিটি । বক্তরা মাদ্রাসার বার্ষিক ফলাফল দেখে ও মাদ্রাসার যাবতীয় কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন। তারা প্রত্যাশা রাখেন যে আগামীতে এ মাদ্রাসাটি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রাখবে। অবশেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরুস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।প্রেস-বিজ্ঞপ্তি।