• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট নগরীতে ককটেল বানাতে গিয়ে আহত: ১

প্রকাশিত এপ্রিল ৪, ২০১৮
সিলেট নগরীতে ককটেল বানাতে গিয়ে আহত: ১

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর উত্তর বালুচর এলাকায় ককটেল তৈরীর সময় বিস্ফোরণে রেদওয়ান আহমদ নামের এক কিশোর আহত হয়েছে। আহত রেদওয়ান আহমদ (১৫) উত্তর বালুচরস্থ সোনার বাংলা আবাসিক এলাকার আব্দুল জব্বারের ছেলে।সূত্র জানায়, ককটেল তৈরীর সময় বিস্ফোরণে আহত হলে রেদওয়ান আহমদকে মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলাস্থ ৯নং ওয়ার্ড ভর্তি করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।এ বিষয়ে শাহপরান থানার ওসি আখতার হোসেন বলেন, ‘বালুচরে এক প্রবাসীর বাসায় ভাড়া থাকে রেদওয়ানের পরিবার। বাসার প্রহরী জানিয়েছে, একটি পাইপের মধ্যে দেয়াশলাইয়ের বারুদ ঢুকানোর পর বিস্ফোরণ ঘটে রেদওয়ান আহত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেদওয়ানও এ কথা স্বীকার করেছে।’ওসি আখতার আরো বলেন, ‘কৌতুহলের বশবর্তী হয়ে নাকি নাশকতার উদ্দেশ্যে রেদওয়ান এ কাজ করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে সে পুলিশ প্রহরায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।