• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

“S” দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জীবনেই এইটা হয় ?

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৮
“S” দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জীবনেই এইটা হয় ?

সিলেট সুরমা ডেস্ক : “নামে কি যায় আসে কর্মই সব” এই প্রবাদ প্রাচীন। নাম শুধু অক্ষর সাপেক্ষে পরিচিতি মাত্র। চরিত্রের উপর তার কোনো ভূমিকা নেই এমনটা মনে করেন অনেকেই। আবার অনেকের কাছে ধারণাটা উল্টো। অনেকে বিশ্বাস করেন চরিত্র বিন্যাসে নামের অক্ষরেরও প্রভাব রয়েছে। এই অক্ষর দিয়ে নাম শুরু হয় যাদের তারা অমুক গুণাবলী সম্পন্ন, তমুক গুণাবলী সম্পন্ন এমন একটা বিশ্বাস প্রচলিত রয়েছে। এক্ষেত্রে এমন বিশ্বাস রাখা বা না-রাখাটা ব্যক্তিগত ব্যপার অবশ্যই । তবে যারা বিশ্বাস করেন তাদের জন্যই এই প্রতিবেদন, ‘S’ দিয়ে নামসুরু ব্যক্তিগণেরা কেমন হয় একটু ঝালিয়ে নেওয়া হলো-

১. এরা একটু উদ্যোগী হন।  নতুন কিছু করার জন্য এদের ঝোঁক থাকে প্রচন্ড। তাই কোনো কিছুতে নতুন ভাবে শুরু করতে এদেরকে সব সময় পাশে পাওয়া যায়।

২. মনের দিক থেকে এরা হন সরল সাদাসিধে মনে সেরকম প্যাঁচ নিয়ে কারো সাথে কথা বলেন না এরা। খুব সহজে বিশ্বাসও করে নিতে পারেন মানুষকে।