• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিনম্র শ্রদ্ধায় বুদ্ধিজীবীদের স্মরণ

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৮
বিনম্র শ্রদ্ধায় বুদ্ধিজীবীদের স্মরণ

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রশাসনিক, রাজনৈতিক দলসহ নানা পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সিলেট শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাজলি অর্পণ করেছেন সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার সিলেট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সিলেট, বাসদ মার্কসবাদী, সিলেট বিভাগীয় গণদাবী ফোরাম, ইনোভেটর সিলেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর, বিএডিসি সিলেট, মুক্তিযোদ্ধা যুবকমান্ড সিলেট জেলা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলাসহ আরো অনেকে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।