• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

যারা দেশকে ভালবাসে তারা কোনদিন দেশের অমঙ্গল চায় না

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮
যারা দেশকে ভালবাসে তারা কোনদিন দেশের অমঙ্গল চায় না

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সিলেট মেট্রোপলিটন পুলিশের ফয়ছল মাহমুদ বলেন, আমার সোনার বাংলা আসি বাংলাদেশকে ভালবাসি এই স্লোগানে মাধোমে যারা দেশকে ভালবাসে তারা কোনদিন দেশের অমঙ্গল চায় না। তিনি আরোও বলেন খেলাধুলার মধ্য দিয়ে আমরা মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করবো, যুব সমাজকে রক্ষা করব। খেলাধুলা একটা মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। সুস্থ-সবল দেহ-মন এবং দেশ ও জাতির প্রতি ভালবাসা তৈরিতে খেলাধুলা একান্তভাবে প্রয়োজন। তিনি শনিবার রাতে মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ব্লক বি (করেরপাড়া) আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য উপরুক্ত কথাগুলো বলেন। মোহনা সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মাছুম আহমদের সভাপতিত্বে মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দেবজ্যোতি মজুন্দার রতন এর পরিচালনায়,

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সিটি ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, মোহনা সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ফয়জুর রহমান, এলাকার মুরব্বী বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা করিম উল্লাহ হেলাল, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মকবুল হোসেন খান, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা শাহরিয়ার কবির সেলিম, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সুদীপ দে, এসময় অন্যান্যদের মধোমে উপস্থিত ছিলেন, রিপন এষ চৌধুরী, আলমগীর আলম, সাহেদ আহমদ, নুরুল ইসলাম নুর, সঞ্চয় দেব, মোস্তাফা, কিবরিয়া,সাঈদ, ইমন, রাজু,সুফিয়ান, দুলুল,নিখিল দে, নিপু,অশীশ, প্রানেশ, রনি, জুয়েল, জ্যোতিষ প্রমুখ।

ফাইনাল টুর্নামেন্ট এর ফুটবল খেলায় প্রতিযোগিতায় করেন ফাইটিং বিন্স বনাম দ্যা হিরোস। ফাইটিং বিন্স ১ গোলে ব্যবধা দ্যা হিরোসকে হারীয়ে বিজয় অজন করেন। সর্বোচ্চ গোলদাতা -মাছুম (গোয়াবাড়ি এ) ম্যান অব দ্যা ম্যাচ জাকারিয়া, সেরা খেলায়ার হিমেল ফাইটিং বিন্স। খেলায় রেফারী দায়িত্ব পালন করেন মাছুম আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি।