• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মোমেন-মুক্তাদির : কে কোথায় ভোট দেবেন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮
মোমেন-মুক্তাদির :  কে কোথায় ভোট দেবেন

সিলেট সুরমা ডেস্ক : বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হবে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সংসদের মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ২১৫টি ভোটকেন্দ্রের ১০৭৭টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোট উৎসবের জন্য যেমন ভোটাররা অপেক্ষা করছেন তেমনি প্রার্থীরাও আছেন অপেক্ষায়। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে প্রার্থীরা পরিবার পরিজন নিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

সিলেট-১ আসনে মোট প্রার্থী রয়েছেন ১০ জন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল (মই), জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী উজ্জল রায় (কোদাল) ইসলামী ঐক্যজোটের মুহম্মদ ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশ মুসলিম লীগের আনোয়ার উদ্দিন বুরহানাবাদী (হারিকেন), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন (বট গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রেদওয়ানুল হক চৌধুরী (হাত পাখা)।

এদিকে ভোটাররা বলছেন, সংসদ নির্বাচনে দশজন প্রার্থী হলেও মূল লড়াই হবে নৌকা প্রতীকে নির্বাচন করা জাতিসংঘের বাংলাদেশে সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন ও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংশ্লিষ্ট প্রার্থীদের মিডিয়া সেলের দায়িত্বশীলদের সাথে এ বিষয়ে কথা হলে তারা জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মোমেন ভোট দিবেন নগরীর বন্দর বাজারস্থ নগরীর দূর্গাকুমার পাঠশালায় এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ভোট দিবেন সিলেট সার্কিট হাউজের পার্শ্ববর্তী সারদা হল কেন্দ্রে।

এছাড়া বাকি সকল প্রার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সম্পর্কে জানা না গেলেও বাসদ (মার্কসবাদী) মনোনীত কোদাল প্রতীকের প্রার্থী উজ্জল রায় ভোট দিবেন নগরীর টিলাগড়স্থ মুরারিচাঁদ (এমসি) কলেজ কেন্দ্রে ও মই প্রতীক নিয়ে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল তার ভোট প্রদান করবেন সুবিদ বাজারস্থ প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট (পিটিয়াই) কেন্দ্রে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ২১৯ জন। এর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ২ শত ৬৯ জন পুরুষ এবং ২ লাখ ৫৭ হাজার ৫ শত ৭৫ জন নারী ভোটার।

এদিকে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম জানান ইতিমধ্যে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।