• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

এসএসির পর ছয় মাসের কোর্স করেই বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ !

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০১৯
এসএসির পর ছয় মাসের কোর্স করেই বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ !

এসএসির পর ছয় মাসের কোর্স করেই বিশ্ব বিদ্যালয়ে ভর্তির সুযোগ !

সিলেট সুরমা ডেস্ক : এসএসসির পর ৬ মাসের কোর্স করেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরী হয়েছে।  আর এ সুযোগ করে দিয়েছে আমিরিকার বিখ্যাত জেনারেল এডুকেশন ডেভলপমেন্ট (জিইডি)। যা এইচএসসির চেয়ে কোন অংশে কম নয়। বরং বিদেশে উচ্চ শিক্ষায় ভর্তি হতে জিইডি সনদ বাংলাদেশী এইচএসসি সনদের তুলনায় বেশীই গ্রহণযোগ্য হচ্ছে। বাংলাদেশে বিখ্যাত এই জিইডি কোর্স শুরু হয়েছে কয়েক বছর থেকে এবং বর্তমানে সিলেটের একমাত্র জিইডি টেস্ট সেন্টারে ভর্তি কার্যক্রম চলছে। এখন যে কেউ চাইলেই এইচএসসিতে দু বছর ব্যায় না করে মাত্র ছয় মাসে জিইডি শেষ করে দেশে বিদেশে সব নামি বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে সময় যেমন বাচবে তেমনি আামরিকান সার্টিফিকেট ধারি হওয়ার সুযোগ রয়েছে। জিইডি এইচএসসি সমমানের একটি কোর্স। আমিরিকাসহ বিশ্বের প্রায় সবগুলো নামি বিশ্ববিদ্রালয়ে জিইডির গুরুত্ব রয়েছে। সময় বাঁচাতে বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীরাই এখন জিইডি কোর্সের দিকে ঝোকছেন।  বাংলাদেশে এই প্রথম সিলেটে জিইডি টেস্ট সেন্টার নিয়ে এসেছে এডুলিংক নামের বিদেশে ছাত্র ভর্তি সহায়ক একটি ফার্ম। এডুলিংকের কর্ণধার সাদিক রহমান জানান, জিইডি এইচএসসি সমমানের একটি কোর্স। ছয় মাসের এই কোর্সে মোট চারটি বিষয় রয়েছে। যার বেশির ভাগই এমসিকিউ সিস্টেমের। বিষয় ভিত্তিক একটি লিখিত রচনাও রয়েছে। তবে সব দিক দিয়েই এইচএসসির চেয়ে সহজ জিইডি। সবচেয়ে মজার বিষয় হলো এইচ এসসি কোর্স দু বছরের আর জিইডি মাত্র ছয় মাসের। আর এইচএসসি যেখানে বিষয় তেরটি সেখানে জিইডি কোর্স মাত্র চার বিষয়ের। যে কারনে পুরো বিশ্বে জিইডি খুব জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশে এই ধরনের এডুকেশন সিস্টেম ব্যতীক্রমী হওয়ায় অনেকেই তা বুঝে উঠতে পারছেনা। তবে আমরা স্টাডি ফেয়ারের মাধ্যমে বাংলাদেশেও তা জনপ্রিয় করার চেষ্টা চালাচ্ছি। সাদিক জানান, এসএসসির পর মাত্র ছয় মসে জিইডি সমাপ্ত করে বিশ্বের বিভিন্ন দেশে উন্নত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্ভব। শিক্ষার্থীরা তাদের পছন্দসই বিষয়ও নিতে পারবেন ইচ্ছা অনুযায়ী। তুর্কি কানাডা আমেরিকাসহ বিশ্বের অনেকগুলো দেশে আমরা স্কলারশীপসহ ভর্তি ও ভিসার প্রসেস করে দিচ্ছি। তিনি বলেন, বিশ্বে জিইডিকে এখন স্মার্ট এডুকেশন বলা হচ্ছে। জিইডিতে সময় যেমন এইচএসসির চেয়ে অনেক কম লাগে তেমনি সময় বাঁচার কারনে উচ্চ শিক্ষা শেষ করে কাজের ক্ষেত্রও তৈরী হয় দ্রুত। যে কারনে সারা বিশ্বে জিইডি জনপ্রিয় হয়ে উঠছে দ্রুত। চার বিষয়ের ছয় মাসের এই কোর্সে সার্টিফিকেট সরাসরি আসে আমিরিকা থেকে। বিষয়গুলোর মধ্যে রয়েছে লেঙ্গুয়েজ, সমাজ বিজ্ঞান, ম্যাথম্যাথিকস, এবং বিজ্ঞান। ৪০ থেকে ৫০ হাজার ব্যায় হয় কোর্সাট সম্পন্ন করতে। মাত্র ছয় মাসে যা সম্পন্ন করেই বিদেশের নামকরা সব বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব।