• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৬ নং ওয়ার্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী সফিক মিয়া

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০১৯
২৬ নং ওয়ার্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী সফিক মিয়া

২৬ নং ওয়ার্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী সফিক মিয়া

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের গণবসতিপূর্ন এলাকা ভার্থখলা। এলাকার ভেতরে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের চলাচলের জন্য ছিলো ৫ ফুট প্রশস্থের রাস্তা। ভার্থখলার এ ব্লকের এ রাস্তা দিয়ে ঢুকতো না কোনো এ্যম্বুলেন্স বা অন্যান্য কোনো বড় বাহন।  দীর্ঘদিন ধরে চরম কষ্টে ছিলেন ভার্থখলাবাসী।  অবশেষে সেই কষ্টের অবসান হলো। সবার মতো নিজের পৈত্রিক জমি থেকে রাস্তা প্রশস্থকরণের জন্য প্রায় অর্ধকোটি টাকার জমি ছেড়ে দিলেন প্রবাসী সফিক মিয়া।  এখন ঐ রাস্তা ৫ ফুটের বদলে হয়েছে ১২ ফুট। ২১ শে ফেব্রুয়ারী ভাষা দিবসের দিন দুপুরে নিজ হাতে দেয়াল ভেঙে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।  তাঁর এই উদারতার জন্য ভার্থখলাবাসী তাকে ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের সফল কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) আলহাজ¦ তৌফিক বকস্ লিপনকে ধন্যবাদ জানিয়েছেন।  রাস্তা প্রশস্তকরণের সময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম শিরুল, আজমল মিয়া, মাসুক মিয়া, বাহার মিয়া, ময়না মিয়া, আফরোজ আহমদ ও এলাকার বাসিন্দারা।  প্রেস-বিজ্ঞপ্তি।