• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছেলের বিজয় দেখে যেতে পারলেন না মা !

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৯, ২০১৯
ছেলের বিজয় দেখে যেতে পারলেন না মা !

বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সামস্

এম এ মালেক : পৃথিবীতে মায়ের মমতা আর ভালোবাসা সন্তানের কাছে সবচেয়ে বড় পাওয়া। মায়ের দোয়া আর আশির্বাদ থাকলে কোনো সন্তান কখনো বিপদে পড়তে পারেনা । মমতাময়ী মায়ের শাড়ির আচলই হচ্ছে সন্তানের পরম শান্তির স্থান ।  একদিকে মায়ের অসুস্থতা অন্যদিকে নির্বাচনে অংশগ্রহন। ‘মা’ তাঁর পুত্রকে হয়তো শেষ দোয়া করেছিলেন বলেই আজ জনগণের ভোটে পুত্র জনপ্রতিনিধি। নির্বাচনের মাট ছেড়ে মায়ের লাশ কাধেঁ নিয়ে অশ্রুভরা নয়নে যে পুত্রটি মাকে শেষ বিদায় দিয়েছিলো,  সেই পুত্রটি আজ বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।  ‘মা’ দেখে যেতে পারেননি পুত্রের জয় ।  হতভাগা সেই উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন সামস্ উদ্দিন সামস্ ।
বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী ছিলেন সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা যুবলীগ নেতা, অনলাইন নিউজ পোর্টাল সানডে সিলেট ডট কম এর সম্পাদক ও প্রকাশক  সামস্ উদ্দিন সামস্ । নির্বাচনের প্রচারণার সময় গত ৬ মার্চ সামস্ উদ্দিন সামস্ এর মাতা পিয়ারা বেগম (৭০) মারা যান ।  এর আগে গত (০৩ মার্চ) তিনি হার্ট এটার্কে আক্রান্ত হয়ে সিলেট নগরীর ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ।  চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ।  বেসরকারিভাবে বালাগঞ্জের ৩৬ টি ভোট কেন্দ্রের ফলাফল অনুসারে, সামস্ উদ্দিন সামস্ চশমা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮৫৮ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হুমায়ূন রশীদ চৌধুরী টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩৫৭ ভোট।  ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় ছিনিয়ে আনলেও সেই জয়টি দেখতে পারলেন না সামস্ উদ্দিন সামস্ এর ‘মা’ পিয়ারা বেগম ।