• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

রায়নগরে ইমামের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এলাকাবাসীর সভা

sylhetsurma.com
প্রকাশিত মে ৬, ২০১৯
রায়নগরে ইমামের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদে এলাকাবাসীর সভা

রায়নগর মুক্তার খাঁ কিরমানির বায়তুল বরাত জামে মসজিদের ইমাম মাওলানা আবিদ হাসান (নেত্রকোনা)’র বিরুদ্ধে ইসলাম বিরোধী কর্মকান্ড, অসামাজিক এবং অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। এরই ধরাবাহিকতায় গত শুক্রবার ২৬ এপ্রিল বৃহত্তর রায়নগরের বিভিন্ন এলাকার মুরব্বীয়ানদের সমন্নয় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় ইমামের ইসলাম বিরোধী কর্মকান্ড তথা পহেলা বৈশাখ পালন, ইসলামিক ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, স্বত্রীক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার প্রমান তুলে ধরা হয়। পাশাপাশি ইমামের পেছনে মুসল্লিরা নামাজ আদায় করা কতটুকু ইসলাম সম্মত, ঐ ব্যাপারে দরগাহ মাদ্রাসার ফতুয়া বোর্ড কর্তৃক প্রাপ্ত ফতুয়ার কপি উপস্থিত সবার কাছে বিলি করা হয়।

উল্লেখ্য, উক্ত ইমাম একটি স্কুল এন্ড কলেজে শিক্ষকতা ও করেন। ইমামের এরূপ অনৈতিক ইসলাম বিরোধী এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগ মসজিদ কমিটিকে বার বার অবগত করার পরেও কোনো পদক্ষেপ তারা গ্রহন করেননি। বৈঠকে উপস্থিত ছিলেন, মুক্তার খাঁ কিরমানির আব্দুল মন্নান, কিরবান হোসেন, পাপুল আহমেদ, জুবের খান, দেলওয়ার আহমদ, জমসেদ সিরাজ, সুবেল আহমদ, পিন্টু, রায়নগর দর্জিপাড়ার দুলাল, আজিজুল হোসেন, ফেরদৌস হোসেন, মাহমুদ হোসেন, ফারুক মিয়া, রুনু মিয়া, সাজু মিয়া, শওকত আলী ইমন, মুস্তাক, দুলাল, রায়নগর সোনারপাড়ার লিটন আহমেদ, নাজিম উদ্দিন, সুহেল আহমদ, শওকত আমেদ, রায়নগর সেবক সংঘের আম্বিয়া চৌধুরী, মনসুর চৌধুরী, এ্যাডভোকেট কুতুব উদ্দিন প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।