• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

অটোবাইক থ্রী-হোলার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

sylhetsurma.com
প্রকাশিত মে ২৩, ২০১৯
অটোবাইক থ্রী-হোলার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

সিলেট অটোবাইক থ্রী-হোলার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সিলেট শেখঘাটস্থ গরম দেওয়ান মাজার সংলগ্ন সমিতির কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. সুলাইমান আখন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, সিলেট জেলা যুবলীগ নেতা ও মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ ইসহাক, সিলেট জেলা যুবলীগ নেতা ফারুক আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ এবং দোয়া পরিচালনা করেন সানাউল্লাহ জামের মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. নাজিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুমন মৃধা, কোষাধক্ষ্য শামসুল আলম আলমগীর, প্রচার সম্পাদক তমাল ভট্টাচার্য্য, সদস্য আমির খান, দুলাল মৃধা, ফাহাদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের বিদ্যুৎ সমস্যা এখন আগের থেকে অনেক লাঘব হয়েছে। আগামীতে আমরা আরো বেশী বিদ্যুৎ উৎপাদন করব এতে করে ইলেকট্রিক অটোরিক্সা ব্যবহারে জ্বালানী এবং পরিবেশ দূষণ থেকে আমাদের অনেকটা মুক্তি পাব। তাছাড়া দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত চালকরা যেন গাড়ি নিয়ে রাস্তায় নামে সেইদিকে আমাদের নজর রাখতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক মহানগর ছাত্রলীগ নেতা জামাল আহমদ,শাহজাহান আহমদ,ফাহিম আহমদ,আবু বক্ক্র,সাইফ পাওয়ারটেক এর এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন, কনফিডেন্স ইলেকট্রিক লিঃ এর এরিয়া ম্যানেজার সুকেশ পাল, নাভানা ব্যাটারী লিঃ এর এরিয়া ম্যানেজার রবিন আহমদ, পান্না ব্যাটারী লিঃ এর এরিয়া ম্যানেজার শফিক মিয়া, হোয়াইট প্রোডাক্টস লিঃ এর এরিয়া ম্যানেজার খুরশেদ আলম, লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নুরে আলম, কোতোয়ালী থানার এসআই বাবুল মিয়া, সিলেট কেন্দ্রীয় রিজার্ভ অফিসের আর-২ বুরহান উদ্দিন, সমাজসেবক সৈয়দ হাফিজ, আমিনা অটোর স্বত্তাধিকারী আফজাল হোসেন, সাগর, মিনহাজ উদ্দিন, মোঃ শাহাদাত, মোঃ শিমুল সহ আরো অনেকে। প্রেস-বিজ্ঞপ্তি।