• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী

‘এসো প্রানের স্পন্দনে মিলি স্মৃতির প্রাঙ্গণে’ কিশোরী মহন বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পুর্ণমিলনী উদযাপন পরিষদের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণ্যঢ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। (৩০ জুলাই) মঙ্গলবার সকাল ১০ টা থেকে কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যলীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। উদযাপন পরিচালনা কমিটির কনভেনার মারিয়ান চৌধুরী মাম্মির সভাপতিত্বে ও সাংস্কৃতিক আহবায়ক জ্যোতি ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সভাপতি ফয়জুল আনোয়ার আলাউর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সমন্বয়কারী রানা ফেরদৌস চৌধুরী, কোষাধ্যক্ষ শিরিন বেগম, সহ-সভাপতি বিলকিছ নুর, সাধারন সম্পাদক কার্নাজ রহিম জিহান, যুগ্ম সম্পাদক শায়েদা খান, উপদেষ্টা নাজনীন হোসেন, স্কুলের প্রধান শিক্ষক গৌরা ঘোষ, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, আরতি সিনহা, শামিমা আক্তার ঝিনুক শাহানার জামাল জলি, শাহনাজ চৌধুরী, মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কনা, প্রেইজি সিনহা, তাসনুবা হুমায়ারা, লিসা, মনি প্রমুখ।
উদযাপন পরিচালনা কমিটির কনভেনার মারিয়ান চৌধুরী মাম্মি তার বক্তব্যে বলেন- কিশোরী মহন বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত অত্যান্ত সুনামের সাথে কাযক্রম চালিয়ে যাচ্ছে। এ বিদ্যালয় থেকে যারা লেখাপড়া করে গেছেন তারা আজ অনেক উচ্চ পর্যায়ে গিয়ে পৌছেছেন। লেখাপড়ায়ও অনেক সাফল্য অর্জন করে যাচ্ছেন শিক্ষার্থীরা তিনি বলেন লেখাপড়ার এই সাফল্যের ধারা যদি অব্যাহত তাকে তাহলে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ শিখরে আরোহন করবে। প্রেস-বিজ্ঞপ্তি।