• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কোরবানির জন্য নগরীর ২৭টি ওয়ার্ডে ৩৬ টি স্থান নির্ধারণ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
কোরবানির জন্য নগরীর ২৭টি ওয়ার্ডে ৩৬ টি স্থান নির্ধারণ

সিলেট সুরমা ডেস্ক :
পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানির জন্য নগরীর ২৭টি ওয়ার্ডে ৩৬টি স্থান নির্ধারণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রতিবারের মতো এবারও নির্দিষ্ট স্থানে পশু জবাই করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন সিসিক সচিব মোহাম্মদ বদরুল হক। বৃহস্পতিবার ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে সিসিকের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় নগরের ২৭টি ওয়ার্ডে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের পরিবেশ নিশ্চিত করতে এবং এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতে মসজিদ ও ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে ইমাম ও মোয়াজ্জিনদের প্রতি সিসিক সচিব আহবান জানান।
সভায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে নগরবাসীকে উদ্বুদ্ধকরণসহ লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্নভাবে প্রচারণারও উদ্যোগ নেওয়া হয়েছে।
বদরুল হক বলেন, যততত্র পশু কোরবানি দেওয়ার ফলে নগর অপরিচ্ছন্ন হয়ে পড়ে। এরপর দ্রুততার সঙ্গে কোরবানির বর্জ্য পরিষ্কার করা সম্ভব হয় না। এসব বিষয় বিবেচনা করে সরকারি নির্দেশনার আলোকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিসিক।