ঢাকা ৯ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: 11:58 PM, September 7, 2019
কানাইঘাট সংবাদদাতা : কানাইঘাটে একটি সড়কের উন্নয়ন কাজের ফলকে বিএনপি নেতার নাম থাকায় তা ভেঙে দিয়েছে এলাকাবাসী। গতকাল বিকেলে উপজেলার গাছবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, কানাইঘাটের গাছবাড়ি বাজার সড়কটি বেশ কিছুদিন ধরে ব্যাপক ভাঙা অবস্থায় রয়েছে। সম্প্রতি বৃষ্টির কারনে সড়কটির একাদিক স্থানে বড় বড় গর্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমতাবস্থায় সড়কটি মেরামতের দাবী তুলেন এলাকাবাসী। তাদের দাবীর প্রেক্ষিতে মেরামতের উদ্যোগ নেন উপজেলা প্রশাসন। গত ১ সেপ্টেম্বর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। কিন্তু নাম ফলকে তার নামের সাথে স্থানীয় ঝিঙাবাড়ি ইউনিউনের চেয়ারম্যান বিএনপি নেতা আব্বাস উদ্দিনের নাম থাকায় এর প্রতিবাদ করেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা। এ নিয়ে এলাকায় পক্ষে বিপক্ষে আলোচনার সৃষ্টি হয়। শেষে গতকাল বিকেলে স্থানীয় জনতা একত্রিত হয়ে নাম ফলকটি ভেঙে ফেলেন।
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সহযোগী সম্পাদক : জয় চৌধুরী
ব্যবস্থাপনা সম্পাদক : আর কে চৌধুরী
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি