• ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছাত্র জমিয়ত কুড়ারবাজার ইউপির পরিচিত সভা সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০১৯
ছাত্র জমিয়ত কুড়ারবাজার ইউপির পরিচিত সভা সম্পন্ন

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউপি শাখার পরিচিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার রাতে কুড়ারবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এই সভা ও দোয়া মাহফিল হয়।
শাখার সভাপতি মাওলানা সাহেদ সভাপতিত্বে ও হাফিজ শাহেদ আহমদের পরিচালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, রেজওয়ান আহমদ, আজিজুল ইসলাম, রুহুল আলম, সেক্রেটারি তোফায়েল আহমদ, জয়েন্ট সেক্রেটারি জয়নুল ইসলাম জুমন, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ, অর্থ সম্পাদক ওলিউর রাহমান, কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, পাঠাগার সম্পাদক হাফিজ মুস্তাফিজুর রহমান রাহাত।
সভা শেষে উপজেলা কাউন্সিলে নবনির্বাচিত জয়েন্ট সেক্রেটারি রুহুল আলম ও প্রচার সম্পাদক জয়নুল ইসলাম জুমনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ও মহানগর ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর বিন সালেহর মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি