• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীরা অবশ্যই সমাজ ও ইসলামের আলোকে সারা পৃথিবীতে ছড়াবেন : মাওলানা শায়খ মুহিব্বুল হক (গাছবাড়ী হুজুর)

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীরা অবশ্যই সমাজ ও ইসলামের আলোকে সারা পৃথিবীতে ছড়াবেন : মাওলানা শায়খ মুহিব্বুল হক (গাছবাড়ী হুজুর)

পুরস্কার প্রাপ্ত এইসব মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীরা অবশ্যই সমাজ ও ইসলামের আলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন এই কামনা করছি। ইমাম বুখারী ইনিস্টিটিউট এন্ড এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি মাওলানা জিল্লুল হক সাহেবের অর্থায়নে মেধাবী এই শিক্ষার্থীদের পুরস্কার দেয়ায় ধন্যবাদ জ্ঞ্যাপন করছি। কথাগুলো বলেন, আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি, জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. এর মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা শায়খ মুহিব্বুল হক (গাছবাড়ী হুজুর)।
তিনি আরো বলেন, টানা তৃতীয়বারের মত মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের দেয়া পুরস্কার শিক্ষার্থীদের উদ্ভোদ্ধ করবে।
বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুপুরে জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. মসজিদ প্রাঙ্গনে আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ এর অধিনে, অনুষ্ঠিত ১৪৪০ হিজরীর তাকমিল ফিল হাদিস (মাস্টার্স) পরীক্ষার বৃহত্তর সিলেটের মাদরাসাসমূহ থেকে মেধা তালিকায় বিশেষ স্থান অধিকারীদের মধ্যে ইমাম বুখারী ইনিস্টিটিউট এন্ড এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ এর উদ্যোগে ও অর্থায়নে মুহাম্মদ বিন ইসমাইল আল-বুখারী রহ. পুরস্কার বিতরণ করা হয়েছে।
আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি, জামিয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. এর মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা শায়খ মুহিব্বুল হক (গাছবাড়ী হুজুর) এর সভাপতিত্বে ও ইমাম বুখারী ইনিস্টিটিউট এন্ড এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ এর সেক্রেটারী মাওলানা আব্দুল বছীর এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন মাওলানা আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ এর সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, শায়খুল হাদিস, টিকরপাড়া মাদ্রাসা মাওলানা হাফিজ মনির উদ্দিন, শায়খুল হাদিস, দরগাইপুর মাদ্রাসা সুনামগঞ্জ মাওলানা শায়খ নূরুল ইসলাম খান, জামিয়া অলৈতলী ও কাতিয়া মুহতামিম মাওলানা হাফিজ ইমদাদ উল্লাহ, উমরপুর বাজার টাইটেল মাদরাসা শায়খুল হাদিস মাও. শায়খ মখলিছুর রহমান কিয়ামপুরী, বরুণা পীর সাহেব মাও. শায়খ রশিদুর রহমান ফারুক, জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মুহতামিম মাওলানা শায়খ মুহিউল ইসলাম বুরহান, সৈয়দপুর টাইটেল মাদ্রাসা মুহতামিম মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, জামিয়া গহরপুর সিলেট মুহতামিম মাওলানা মুসলেহুদ্দিন পল্লবী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুহিবুর রহমান মানিক। সহ গণ্যমান্য আলেমগণ।
অনুষ্ঠানে ইমাম বুখারী ইনিস্টিটিউট এন্ড এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি মাওলানা জিল্লুল হক প্রবাসে থাকায় উনার লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাষ্ঠের সেক্রেটারী আওলানা আব্দুল বছীর। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তি