ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
স্টাফ রিপোর্ট : সিলেট ক্রিকাটার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার এক আঢ়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ৬১ সদস্য বিশিষ্ট এসোসিয়েশননের নতুন কমিটি গঠিন করা হয়। ক্রিকেটার এসোসিয়েশনের নিয়ম অনুযায়ী বিদায়ি সভাপতি রেজাউল করিম নাচন কমিটি অনুমোদন করেন।
জাতীয় টিমের সাবেক খেলোয়াড় এনামুল হক জুনিয়রককে সভাপতি এবং আহমেদ সাদিকুর রহমান তাজিনকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি ইমতিয়াজ হোসেন তান্না, ইজাজ আহমদ, যুগ্ম সম্পাদক আবু জায়েদ চৌধুরী রাহী, রাহাতুল ফেরদৌস জাবেদ, নাবিল সামাদ, অর্থ সম্পাদক তাসভীর রায়হান সিদ্দিকী সাদি, সহ-অর্থ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক আজাদ খান, জাকির হাসান, সহ- সাংগঠনিক সম্পাদক মেহদি মাহবুব চৌধুরী, মাসু আহমদ,
সৈয়দ খালেদ আহমদ, তথ্য ও প্রচার সম্পাদক সায়েম আলম রিজভি, ইমরান আলী এনাম, সহ-প্রচার সম্পাদক আনোয়ার আকবর চৌধুরী, মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক রুমান আহমেদ মিজানুর রহমান সায়েম, সহ-দপ্তর সম্পাদক তৌফিক খান তুষার, আসাদুল্লাহ গালিব, সদস্য – সায়মন, মিসবাহ, পলাশ, জয়নুল,নাসির, একরাম, সফর, হাদী, রাজা, আবিদ, ফাহাদ, মেনন, সুহেল, ফয়সল, তানজিন, শাহরিয়ার ওলি, ইরফান, ণাজমূল, সিয়াম অর্ক, ময়নুল, সম্রাট, নবাব, আশরাফুল, আলম, জাবেদ, আকবর, কামিল, সাইফুল, মহসিন, ইমতিয়াজ, জিয়াউল, সাইফুদ্দিন, রাশেদুল প্রমুখ।
সিলেটের বিশিষ্ট এবং ক্রিড়া ব্যক্তিত্বদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদও রাখা হয়েছে কমিটিতে।
তারা হলেন শফিউল আলম চৌধুরী নাদেল, রাজিন সালেহ, অলক কাপালি, তাপস বৈশ্য, নাজমুল হোসেন, হাসিবুল হোসেন শান্ত, এ কে এম মাহমুদ ইমন, ফরহাদ কুরেশী, তকরিমুল হাদী কাবি, পাপলু দত্ত, ওয়াসিজ্জুমান ওনি, রানা মিয়া সৈয়দ পারবেজ আহমদ, রেজাউল হক প্রমুখ।
শেষে বিদায়ি সভাপতি রেজাউল করিম নাচনকে ফুলেল শুভেচ্ছা জানান নতুন কমিটির সদস্যরা।
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সহযোগী সম্পাদক : জয় চৌধুরী
ব্যবস্থাপনা সম্পাদক : আর কে চৌধুরী
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি