• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হযরত দরিয়া শাহ(রঃ) বাংসরিক উরুস উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি সভা সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২০
হযরত দরিয়া শাহ(রঃ) বাংসরিক উরুস উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি সভা সম্পন্ন

৩৬০ আউলিয়ার অন্যতম চার ওলি হযরত দরিয়া শাহ(রঃ), হযরত আবিদাল শাহ (রঃ), হযরত সামালাল শাহ(রঃ), হযরত রহমত শাহ(রঃ) বাংসরিক পবিত্র উরুস শরীফ আগামী ২০,২১ ও ২২ ফাল্গুন অনুষ্টিত হবে।

উরুস উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি সভা গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় মাজার প্রাঙ্গনে অনুষ্টিত হয়। হযরত দরিয়া শাহ(রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি ও মোতাওয়াল্লী, কদমতলী বড়বাড়ির বাসিন্দা, প্রবীণ মুরব্বী, সমাজসেবী হাজী সমরাজ মিয়ার সভাপতিত্বে ও মাজার কমিটির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ও কোষাধ্যক্ষ প্যানেল মেয়র ১ ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সর্বশেষ উরুস পালন প্রস্তুতি সভায় বক্তব্যে রাখেন, কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক,

কমিটির সহ-সভাপতি মোঃ লুলু মিয়া, মোঃ ইছাখ মিয়া, মাজারের সাবেক খাদেম মরহুম সমরাজ উদ্দিনের ছোট ভাই মোঃ আকতার আহমদ, বর্তমান ভারপ্রাপ্ত খাদেম ফরিদ উদ্দিন, কমিটির দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমদ, শ্রমিক নেতা মো মানিক মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুরব্বী মো জমির আলী, মুরব্বী মনির উদ্দিন, মুরব্বী মাখন মিয়া, সমাজসেবী মনসুর আহমদ, কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আনা মিয়া, সমাজসেবী মানিক মিয়া, সমাজসেবী জুনুব আলী,

সাংগঠনিক সম্পাদক এম এ মালেক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাসীর উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মোহন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াছিন বকস্,

তরুণ সমাজসেবী আব্দুস সালাম, বিলাল আহমদ রাজু, খছরুল আহমদ, সওকত আহমদ, আতিকুর রহমান ফরহাদ, ফাহিম বক্ত শিপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। সভায় উরুস পালন পরিচালনার জন্য প্রচার,আপ্যায়ন,নিরাপত্তাসহ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

পবিত্র উরুস শরীফে সকলের উপস্থিতি কামনা করেছেন মাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।