• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

৬০০ মানুষকে ইফতার দিল সিলেট মহানগর ছাত্রলীগ

sylhetsurma.com
প্রকাশিত মে ৯, ২০২০
৬০০ মানুষকে ইফতার দিল সিলেট মহানগর ছাত্রলীগ

সিলেট সুরমা ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর ৬০০ অসহায়, দিনমজুর পথচারি রোজাদারদের ইফতার বিতরণ করা হয়েছে। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের ব্যবস্থাপনায় শুরু হওয়া এ কর্মসূচি নগরীর বিভিন্ন এলাকায় চলবে পুরো রমজান মাসজুড়ে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর সুবিদবাজার পয়েন্ট এলাকায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এরআগে আরো দুইদিন মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীতে ইফতার বিতরণ করা হয়। এসময় আসাদ উদ্দিন আহমদ বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা রোগের চিকিৎসা সুবিধা সম্প্রসারিত করা হচ্ছে। পাশাপাশি সারাদেশের দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের জন্য মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তবে মধ্যবিত্ত অনেক মানুষ আছেন যারা কষ্টে থাকলেও বাইরে গিয়ে সাহায্য চাইতে পারছেন না। আমাদের উচিত তাদের খুঁজে বের করে সাহায্য পৌছে দেয়া। তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার সব নিয়ম-কানুন সঠিকভাবে পালনের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। এসময় অতিথি হিসেবে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট মো. রাজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান সাবু। এসময় সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারসহ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সিলেটে দরিদ্র, অসহায় পাঁচশতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় গোপন রেখে মধ্যবিত্তদের বাড়িতেও খাদ্যসামগ্রী পৌছে দিয়েছে তারা।