• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৩
বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার ( ১ অক্টোবর) সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক জব্দের পাশাপাশি মাদক কারবারীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ সদরের পুকুরিয়া এলাকার মো. আবু শেখের ছেলে মো. সুলতান শেখ (৩০) ও মৌলভীবাজার সদরের জগন্নাথপুর এলাকার মৃত নূর মিয়ার ছেলে মো. আল আমীন মিয়া (৪৬)।

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ সদর থানার নীলপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুলতান শেখকে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত থেকে মোট ৪০২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।

অপর এক অভিযান চালিয়ে ব্রাম্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে ৬৮ কেজি গাঁজাসহ মো. আল-আমীনকে গ্রেপ্তার করা হয়।

তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।