• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৩
বিয়ানীবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

সিলেটের বিয়ানীবাজারে পৌরশহরে এক যুবকের কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতের আহত হয়েছেন এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে বাড়ি ফেরার পথে খাসা দিঘিরপাড় এলাকায় তার উপর হামলা চালানো হয়।

আহত ব্যবসায়ী তানভীর আহমদ (২৬) বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের আব্দুস সামাদ টুনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনি পৌরশহরের হাজী আব্দুস সাত্তার শপিং কমপ্লেক্সে মোবাইল পণ্য সামগ্রীর ব্যবসা করেন। ওই যুবকের মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন নিয়ে ব্যবসায়ীর কথা-কাটাকাটি হয়। আহত ব্যবসায়ীকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর জানান, ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।