• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দেশ চালাতে জনগণের ঐক্যমত অপরিহার্য : কাইয়ুম চৌধুরী

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪
দেশ চালাতে জনগণের ঐক্যমত অপরিহার্য : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, লৌহশাসনের ভিত কাঁপিয়ে ইতিহাস সৃষ্টির দুর্লভ সৌভাগ্যের অধিকারী জনগণ। আর বিপ্লবের পরে শ্রেণী স্বার্থ মাথাচাড়া দিয়ে উঠে। দেশ চালাতে জনগণের ঐক্যমত অপরিহার্য।

২ নভেম্বর শনিবার বিকাল ৪টায় ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইলাশপুর মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।

তিনি বলেন, সুদীর্ঘ সংগ্রামের প্রতিফলন নির্বাচনের মাধ্যমে জনগণ দেখবে, তার সুফল ভোগ করবে। ব্যবসা বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। মানুষের ক্ষোভ-দাবী-আবদার পুরণের গণতান্ত্রিক কতৃপক্ষ তৈরি হবে। তেমনি তাদের শাসনভার নির্বাচিত সরকারের হাতে ন্যাস্ত করবে এবং তারা আইন মেনে চলবে।

বিশাল জনসভায় কাইয়ুম চৌধুরী বলেন, নির্বাচিত সরকার ছাড়া জনগনকে আর কেউ ব্যবহার করতে পারবে না। সংস্কার হবে, তা সংসদে যাবে, সেইভাবে অনুমোদন করা হবে। ডিভেট করে সেখানে তা পাস করাতে হবে। এবং তাদের জনপ্রতিনিধিকে গ্রহন করিয়ে সেটা করতে হবে। সুতরাং দেশের জন্য তাড়াতাড়ি নির্বাচন মঙ্গলজনক।

তিনি আরো বলেন, ফাঁকফোকড় থাকলে শত্রুরা বিপ্লবকে ব্যর্থ করার সুযোগ নিবে। স্বৈরাচারের সেটআপ ঠিক রাখতে দাবি-দাওয়া নিয়ে আসবে। জনগনের সরকার আসুক। দাবি-দাওয়া যাচাই করে পূরণ করবে নির্বাচিত সরকার। দেশের স্থিতিশীলতা যাতে নষ্ট না হয়, বিষয়টি মাথায় রাখতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য তিনি বলেন, বাক স্বাধীনতার জন্যই মানুষ লড়েছে, এখন কথা বলার স্বাধীনতা ভোগ করছে। কিন্তু কিছু কথায় জনগন বিভ্রান্ত হন। সরকারের মেয়াদ নিয়ে হাসিনার মতো বললে জনগণ চাপে পড়ে। আগেভাগে বলে বাংলাদেশের এই বিপ্লব, ছাত্র-জনতার রক্ত দিয়ে যে অর্জন বিপন্ন করার অপচেষ্টা চলছে। গোটা দেশের মানুষ ড. ইউনূসের উপর আস্থাশীল। তিনি সুন্দরভাবে দেশ চালাচ্ছেন। যাকে মানুষ সমর্থন দেয় সেখানে কোনো কিছু থাকতে পারে না।

সাম্য, মানবিক ও গনতান্ত্রিক বাংলাদেশ বিণির্মানের লক্ষ্যে আয়োজিত জনসভায় উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদ মেম্বার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈদেশিক বিষয়ক বিশেষ সহকারী হাজী হাবিব, জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গোলাম রাব্বানী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. সাঈদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তাছলিম আহমদ নেহার, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।

এতে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, বেলাল আহমদ, শাহীন আলম জয়, জেলা বিএনপি সদস্য রেজাউল করিম রায়হান, সাদিকুর রহমান টিপু, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, জহিরুল ইসলাম তানিম, রুহুল আমিন, জেলা যুবদলের সহ সভাপতি ময়মুল ইসলাম মঞ্জুর, মহিউদ্দিন বেলাল, হাবিবুর রহমান মুসা, নজরুল ইসলাম প্রমুখ।