• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট সীমান্তজুড়ে বিজিবি’র অভিযান, ৭ দিনে যত কোটি টাকার চোরাই পণ্য জব্দ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪
সিলেট সীমান্তজুড়ে বিজিবি’র অভিযান, ৭ দিনে যত কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে ৭ দিনে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এসব অভিযান চালায় বিজিবি’র ৪৮ ও ১৯ ব্যাটালিয়ন।

সিলেটের রেস্তোরাঁ

 

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার ও শনিবার (১৫-১৬ নভেম্বর)
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পাথর উত্তোলনকারী নৌকাসহ ২ কোটি ৩৭ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

সিলেটের রেস্তোরাঁ

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের পৃথক টিম সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কাশ্মীরি হাজি শাল, শাড়ি, থ্রী পিস, মাই ফেয়ার ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, শীতের কম্বল, সাবান, সার্ফ এক্সেলসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করে। এসবের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৭ লক্ষ ৩৬ হাজার ৫৭০ টাকা। এছাড়া তারা অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করেছে।

 

অপরদিকে, বিজিবি ১৯ ব্যাটালিয়নের (জকিগঞ্জ) জোয়ানরা ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্যসহ ১ জন, বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালান পণ্য এবং এক মানব পাচারকারী আটক করেছে।

 

বিজিবি জানায়, এই ৭ দিনে সিলেট জেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লোভাছড়া, সোনারখেওর ও মানিকপুর বিওপি’র জোয়ানরা জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইন এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ, ১৯ হাজার পিস ভারতীয় সিগারেট, ২ লাখ ৬ হাজার ৯০০ পিস ভারতীয় পাতার বিড়ি, ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা ও কম্বল ৭১ পিস, ১০ হাজার ৬৫০ কেজি ভারতীয় চিনি, ভারতীয় গরু ও মহিষ ১৮টি জব্দ করে। এসবের আনুমানিক বাজার মূল্য ৪১ লক্ষ ১৩ হাজার ৩৪০ টাকা।

 

এছাড়া ১৫ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের মানিকপুর বিওপি’র একটি টহল দল জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাখরশাল ত্রিমূখী থেকে ভারতীয় ২২ পিস ইয়াবা, মোটরসাইকেল ১টি, বাংলাদেশি নগদ ৯ হাজার ২০০ টাকা এবং একটি চাকু জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ১ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা।

 

অপরদিকে, ১১ নভেম্বর রাত ৮টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের সোনারখেওর বিওপি’র একটি টহল দল কানাইঘাট উপজেলার লালটিলা মানব পাচারকারী মো. আমিনুল ইসলাম (৪০)-কে আটক করে। তবে অভিযানকালে ৩ মানব পাচারকারী পালিয়ে যান। আটক আমিনুলকে পরে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এছাড়া জব্দকৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করেছে বিজিবি।

 

এসব ছাড়াও ৪৮ বিজিবি আরও কয়েকটি অভিযান চালিয়ে ৩ কোটি ৪৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।

 

জানা যায়, ১৪ ও ১৫ নভেম্বর সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নিভিয়া ক্রিম, অলিভ অয়েল, সাবান, কম্বল, সার, রসুন, বিড়ি, প্রাইভেটকার, মোটরসাইকেল, মদ ও ফেন্সিডিল জব্দ করে। এছাড়া চোরাই পণ্য বহনে ব্যবহৃত ট্রলি গাড়ি ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে বিজিবি। এসবের আনুমানিক বাজার মূল্য ৬৩ লাখ ৮১ হাজার ৭৫০ টাকা।

 

অপরদিকে, ১২ নভেম্বর সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৯৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এই অভিযানে ভারতীয় ৭২ পিস শাড়ি, পর্দার কাপড়, ২টি মোটরসাইকেল ও ১৪ হাজার ৮৪০ কেজি রসুন জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৫টি নৌকাও জব্দ করে বিজিবি। এসবের আনুমানিক বাজারমূল্য ৯৩ লক্ষ ৩১ হাজার ২শত ৫০ টাকা।

এর আগের দিন (১১ নভেম্বর) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৬৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে ছিলো ৪০৩ পিস শাড়ি ও ২ হাজার ৪১ পিস সানগ্লাস। এছাড়া সিলেটের একটি কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি বারকি নৌকাও জব্দ করে বিজিবি। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ৬৪ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।

 

এছাড়া ১০ নভেম্বর সিলেটের সীমান্ত এলাকা থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। জব্দকৃত পণ্যের মধ্যে ছিলো- ভারতীয় শাড়ি ৪১৮ পিস, লেহেঙ্গা ৩৮ পিস, জুতা ৪১২ জোড়া, কম্বল ৫ পিস, সাবান ১১০ পিস, মদ ৮৮ বোতল ও রসুন ৬০ কেজি। এসব পণ্য পরিবহনে কাজে ব্যবহৃত ২টি ট্রলি গাড়ির এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬টি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য ১ কোটি ২১ লাখ ৭২ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।