• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেখ হাসিনাকে বার-বার হত্যার চেষ্টা করা হয়েছে : রেলমন্ত্রী

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বঙ্গবন্ধুর কন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার-বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন এবং কর্মের মাধ্যমেও তিনি চিরদিন বেঁচে থাকবেন। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে উল্লেখ করে মুজিবুল হক বলেন, গত সাড়ে ৭ বছর ধরে দেশের অগ্রগতি ও উন্নতি অব্যাহত রয়েছে। বিদেশেও বাংলাদেশের মর্যাদা বেড়েছে। রেলমন্ত্রী বলেন, ১৯৮১ সালে দেশে ফিরে আসার পর প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ২১বার হত্যার চেষ্টা করা হয়। স্বার্থান্বেষী একটি গোষ্ঠী বারবার হত্যার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে।
তিনি আজ রোববার দুপুরে রাজধানীর আব্দুল গণি রোডস্থ রেলভবনে আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, আজ ২১ আগস্ট। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে একটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে যখন শেখ হাসিনা বক্তৃতা করছিলেন তখন আকস্মিক গ্রেনেড হামলার ঘটনা ঘটে। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা ওই হামলায় প্রানে বেঁচে গেলেও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ দলের ২৪ জন নেতা-কর্মী নিহত হন।এছাড়াও এই হামলায় আরো ৩শ’ জন আহত হন।
তিনি বলেন, বিভীষিকাময় গ্রেনেড হামলার এক যুগ পর
জাতি আজ শ্রদ্ধাবনোতচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলা দিবস পালন করছে।
আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে আনেকবার ষড়যন্ত্র করা হয়েছে দাবি করে রেলমন্ত্রী বলেন,শত চেষ্টা করেও এ সংগঠনকে নিশ্চিন্ন করা যাবে না।
স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শ ও অনুকরনীয় সংগঠন হিসাবে আজ সকলের কাছে সমাদৃত হয়েছে।