• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৩ তালেবান নিহত

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২১, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক:::::  আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশে শনিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৩ তালেবান জঙ্গি নিহত হয়েছে।
আফগান সেনাবাহিনীর ২০৯ শাহিন কোর রোববার এক বিবৃতিতে জানায়, আফগান বিমানবাহিনীর সহায়তায় যৌথ নিরাপত্তা বাহিনী কুন্দুজ প্রদেশের খান আবাদ, আলী আবাদ ও ইমাম সাহেব জেলায় অভিযান চালিয়ে ৪৩ জঙ্গিকে হত্যা করে। এ সময় আরো ১৪ জঙ্গি আহত হয়েছে। অভিযানের সাংকেতিক নাম হল ‘থান্ডার ১৪’।
খান আবাদ জেলায় গত কয়েক দিনের সংঘর্ষের পর শনিবার ভোরে জঙ্গিরা সেটি দখল করে নেয়। তবে শনিবার রাতে নিরাপত্তা বাহিনী জেলাটি পুনর্দখল করে।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে খান আবাদ জেলায় তালেবানের ছায়া গভর্নর ডা. হুসেন রয়েছে। জঙ্গিরা খান আবাদ জেলায় বেশ কয়েকটি সরকারি ভবন অল্প সময়ের জন্য দখল করার পর বিভিন্ন নিরাপত্তা চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং অফিসের বিভিন্ন সামগ্রী ও যানবাহন নিয়ে যায়। শনিবার সংঘর্ষের সময় কুন্দুজের সঙ্গে পার্শ্ববর্তী তাখার ও বাদাকশান প্রদেশকে যুক্তকারী প্রধান সড়ক বন্ধ হয়ে যায়।
তবে স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, রোববার সকালেও কুন্দুজ প্রদেশে থেমে থেমে সংঘর্ষ চলছিল।
তালেবান জঙ্গিরা এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।