• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

হত্যা মামলার রায়ে ৫ জনের ফাঁসির আদেশ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৬

হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জে মুক্তাদির হোসেন নামে এক কৃষক হত্যা মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ ও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের আনিছ মিয়া, ফরাশ উদ্দিন, বজলু মিয়া, নুর ইসলাম ও জমসের মিয়া। রায় ঘোষণার সময় আনিছ মিয়া ও ফরাশ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে আসামিরা ২০০২ সালের ২০ মে কৃষক মুক্তাদিরের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান এবং তাঁকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত মুক্তাদিরের ভাই মোশাহিদ বাদী হয়ে ৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।