• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ডাকাত গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক ::::: ডাকাতির প্রস্তুতিকালে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পুরনো বাজার এলাকা থেকে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। সোমবার (২১ নভেম্বর) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম আবু তালিব (৩৫), তিনি জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল শহীদের ছেলে। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার জানান, রাতে একদল ডাকাত শায়েস্তাগঞ্জ পুরনো বাজার এলাকায় একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে আবু তালিবকে গ্রেফতার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।  আবু তালিবের বিরুদ্ধে হবিগঞ্জ, সিলেট  ও মৌলভীবাজারের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে। এর মধ্যে ছয় মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানান এসআই ইকবাল।