• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

কাউন্সিলর শামীম ও হাসুর বহিষ্কারাদেশ স্থগিত

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০১৭

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসুর সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া বহিষ্কারাদেশ  সোমবার উচ্চ আদালত স্থগিত করেছে বলে নিশ্চিত করেছেন সিসিক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। এ সময় তিনি মুঠোফোনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রাখে আল্লাহ্ মারে কে।
ফরহাদ চৌধুরী শামীম জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করেছিলাম। উচ্চ আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ দস্তরির হোসাইন ও আতাউর রহমানের বেঞ্চ গতকাল সোমবার মন্ত্রণালয়ের সেই আদেশ স্থগিত করেছেন।
এর আগে, সিসিকের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসুকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ১৪ ফেব্র“য়ারী এ সংক্রান্ত চিঠি তারা হাতে পান। চিঠি পাওয়ার পর উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করেন সিসিকের দুই কাউন্সিলর।