• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাজনগরে বসত বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৯, ২০১৭

মৌলভীবাজার সংবাদদাতা :
মৌলভীবাজারের রাজনগর উপজেলার চোয়াবালী গ্রামে শুক্রবার পূর্ব শত্র“তার জের ধরে দুষ্কৃতিকারী একটি বাড়ীতে হামলা, মোটরসাইকেল ভাংচুর সহ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ মার্চ) রাত ৯ টায় ফতেপুর ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা কাপ্তান মেম্বারের ভাই তেরাব আলীর বাড়ীতে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনকালে তেরাব আলীর পুত্র খছরুজ্জামান সফিক জানান, তিনি ফতেপুর ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের একজন উদ্যোক্তা ও ব্যাংক এশিয়ার এজেন্ট। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় পূর্ব শত্র“তার জেরে গ্রামের প্রায় ৪০/৫০ জন মানুষ হঠাৎ তার বাড়ীতে আক্রমণ চালিয়ে প্রথমে বসত ঘরের সামনে রাখা মোটর সাইকেল ভাংচুর করে এবং বসত ঘরে ঢুকে মহিলাদের মারধর করে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি করে। খবর পেয়ে রাজনগর থানার এস আই আলাউদ্দিন শুক্রবার রাত একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার বেলা ২ টায় ২২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০ জনকে আসামী করে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সফিক মিয়া জানান। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি,অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।