ঢাকা ১১ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: 6:05 PM, April 17, 2017
সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশে চাকুরি দেওয়ার নাম করে ১১ লাখ টাকা দাবির অভিযোগে মঈন উদ্দিন লস্কর (৩০) নামে এক ভূয়া পুলিশ পরিচয়দানকারীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মঈন উদ্দিন মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলগড় গ্রামের মুকিম উদ্দিন লস্করের ছেলে।
গ্রেপ্তারের পর দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এসএম রাজু আহমেদ সংবাদ সম্মেলন করে জানান, মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের নিম্বর আলীর ছেলে দেলোয়ার হোসেন (১৯) চলমান পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার্থী। সোমবার সকালে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে মঈন উদ্দিন পুলিশের হাবিলদার পরিচয় দিয়ে দেলোয়ারকে চাকুরি দেওয়ার কথা বলে তার বাড়িতে এসে ১৫ লাখ টাকা দাবি করেন। পরে দাম-দর করে ১১ লাখ টাকায় নির্ধারণ করা হয়। দেলোয়ারকে পুলিশ কনস্টেবলের চাকুরি দেবেন বলে এর আগে খরচ বাবদ মঈন উদ্দিন আরো ৩ হাজার টাকা নেন।
দেলোয়ারের বাবা নিম্বর আলী বিষয়টি সন্দেহজনক মনে করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন পিপিএমকে খবর দেন। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মঈন উদ্দিনকে আটক করে মাধবপুর থানায় নিয়ে আসেন। পরে প্রতারক মঈন উদ্দিন ঘটনার দায় স্বীকার করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আরো জানান, পুলিশের নিয়োগ নিয়ে একদল প্রতারক চক্রের সৃষ্টি হয়েছে। আমরা এ রকম প্রতারক হতে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করছি।
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সহযোগী সম্পাদক : জয় চৌধুরী
ব্যবস্থাপনা সম্পাদক : আর কে চৌধুরী
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি