• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

খুলনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ৯

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২১, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : খুলনায় মানবতাবিরোধী অপরাধের এক মামলার ১১ আসামির মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৭ জনকে খুলনা এবং ২ জনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সকাল পর্যন্ত খুলনা ও ঢাকায় অভিযান চালিয়ে ওইসব আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন— আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকর (৬৭) ও রওশন আলী গাজি (৭২)। ঢাকায় গ্রেপ্তাররা হলেন— নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদার। এদের বাড়ি জেলার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ডুমুরিয়ার খর্নিয়া, রানাই এবং মহানগরীর গল্লামারী এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া একই মামলায় নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার মোট ১১ আসামির মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হলো বলে জানান আক্কাস আলী। ডুমুরিয়া থানার মামলা নং-৭৫।