• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গ্রামবাসীর পিটুনিতে ডাকাত নিহত, ডাকাতের হামলায় আহত ৪

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২৩, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশীতে গ্রামবাসীর পিটুনিতে জুয়েল মিয়া (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতদলের হামলায় আহত হয়েছেন ৪ জন। রোববার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল সদর উপজেলার যমুনাবাদ গ্রামের সুরত আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (২৫), জহিরুল ইসলাম (৩০) ও সিতারা বেগমকে (৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রোববার ভোরে একদল ডাকাত সুলতানশী গ্রামের তাজুল ইসলামের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন ঘটনা টের পেলে ডাকাত দলের সঙ্গে তাদের সংর্ঘষ বাধে। এক পর্যায়ে গ্রামবাসী জড়ো হয়ে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডাকাতদের হামলায় আহত হন ৪ জন।
খবর পেয়ে সকাল ১০টায় হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহতের তথ্য নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।