• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চুরি হওয়া গাড়ি শ্রীমঙ্গল থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

sylhetsurma.com
প্রকাশিত মে ৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়লেখা থানার পুলিশ জেলার শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম বারাউড়া এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মোতাব্বির (৫২)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মন্দরী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ মে) দুপুর আড়াইটায় বড়লেখা উপজেলার দাসেরবাজারস্থ মাইক্রোবাস স্ট্যান্ডে প্রাইভেট কারটি (নং-ঢাকা মেট্রো-খ ১১-৩৯৬১) রেখে এর মালিক নুরুল হোসেন বাড়িতে খাবার খেতে যান। তিনি বাড়ি থেকে খাবার খেয়ে সাড়ে তিনটার দিকে স্ট্যান্ডে এসে দেখেন গাড়ি নেই। গতকাল শনিবার (৬ মে) দুপুরে বড়লেখা থানায় অজ্ঞাতনামা চোরদের আসামি করে একটি মামলা করেন নুরুল হোসেন (মামলা নং-০৪)। মামলার প্রেক্ষিতে পুলিশ গাড়িটি উদ্ধার ও চোর চক্রকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধরের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল সালাম জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালান। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম বারাউড়া এলাকা থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাবার সময় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য মোতাব্বিরকে গাড়িসহ আটক করা হয়। গ্রেপ্তারকৃত মোতাব্বিরকে রোববার (৭ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর গাড়ি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া চোর মোতাব্বির একসময় ডাকাত ছিল। সে খুনসহ একটি ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় সে জামিনে আছে। জামিনে বেরিয়ে সে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য হয়ে ওঠে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে।