• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৭

হবিগঞ্জ প্রতিনিধি : গত তিনদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ রোববার (২২ অক্টোবর) সকাল ৯টায় খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে এ রিডিং পরিমাপ করে পানি উন্নয়ন বোর্ড। এসময় হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে পানি ছিল বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপরে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান- অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে পানি বাড়তে শুরু করে। তবে বাল্লা সীমান্ত এলাকায় বর্তমানে পানি বাড়ার গতি স্থির রয়েছে। শহর রক্ষা বাঁধ এখনও ঝুঁকিমুক্ত।