• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাত্রলীগের রায়হানের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সিলেট শহরতলীর মিরাপাড়া এলাকায় ২০ লাখ টাকা মূল্যের জায়গা ক্রয় করে নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করার কথা থাকলেও রায়হান তা না করে জায়গার মালিককে ৫লাখ টাকার চেক প্রদান করলেও তা ডিজঅনার হয়।  এরপর মিরাপাড়া এলাকার রুহুল আমিন টাকা চেয়ে তিন দফা রায়হান চৌধুরীর কাছে আইনী নোটিশ প্রদান করলেও কাজ হয়নি। কোন উপায় না পেয়ে এবার রুহুল আমিন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর বিরুদ্ধে  মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) তিনি পাঁচ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।  এদিকে-গত ১৮ অক্টোবর নগরীর শাহপরান থানায় ছাত্রলীগ নেতা উমর মিয়াদকে হত্যার অভিযোগে রায়হান চৌধুরীসহ ১০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়।  আদালত সূত্রে জানা যায়- এ বছর নগরীর মিরাপাড়া এলাকায় ২০ লাখ টাকার চুক্তি জমি ক্রয় করেন রায়হান চৌধুরী। ৪টি কিস্তিতে এই টাকা পরিশোধের চুক্তি হয়। সে অনুযায়ী রায়হান প্রথমে ৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু চেকটি ডিজঅনার হয়। এরপর টাকা পরিশোধের জন্য তিন দফা রায়হান চৌধুরীর কাছে আইনী নোটিশ প্রদান করেন বাদী। এতে কোনো জবাব না পেয়ে তিনি মামলা দায়ের করেন বলে জানান।