• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অবশেষে মৃত্যুবরণ করলেন মোস্তাক খাঁন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৭

ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাস চালক মোঃ মোস্তাক খাঁন অবশেষে মারা গেছেন। তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি। বুধবার বিকেল ৫ টা ৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। ইন্না……….রাজিউন। মৃত্যুকালে তিনি বয়স হয়েছিল ৪২ বছর। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ভোলা খাঁনের ছেলে। মোস্তাক খাঁন দীর্ঘদিন ধরে সিলেট নগরির ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে বসবাস করে আসছেন।
গত ২৩ অক্টোবর ভোর ৫ টা ৪৫ মিনিটে মোস্তাক খাঁন মিতালী পরিবহনের অভিজাত মটরস্ একটি বাস চালিয়ে ঢাকা থেকে সিলেট আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে ঢাকায় না নিয়ে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। মোস্তাক খাঁন সিলেট ঢাকা মিতালী রোড শ্রমিক উপ-কমিটির শাখার সদস্য ছিলেন। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের অভিজাত মটরস্ পরিবহনের মালিক কয়ছর আহমদ মাখন মিয়ার গাড়ীতে দীর্ঘ ১২/১৩ বছর হেলপার থেকে চালক হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তাক খাঁন। অথচ চিকিৎসার অভাবে মোস্তাক খাঁন চির দিনের জন্য বিদায় নেন এ পৃথিবী থেকে। মোস্তাক খাঁনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,সুরমা এক্সপ্রেস লিমিটেড’র চেয়ারম্যান ও সাউথ সুরমা নিউজ ২৪ ডটকম’র প্রকাশক হাজী গুলজার আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি।