• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তুহিনকে পুরস্কার প্রদান

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১১, ২০১৭

অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতিস্বরুপ বাংলাট্রিবিউনের সিলেট প্রতিনিধি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিনুল হক তুহিনকে কৌশিক ভট্রাচার্যের ‘জার্নালিজমের সহজ পাঠ’ বইটি তুলে দেওয়া হয়েছে। শবিার সন্ধায় সিলেট জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের সিলেট অফিসের ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাসের পক্ষে বইটি তুলে দেন বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক অহী আলম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, ফটোসাংবাদিক মিঠু দাস জয়, সবুজ সিলেটের প্রশাসনিক কর্মকর্তা আলিম উদ্দিন রানা, নিজাম উদ্দিন টিপু, ইশতিয়াক আহমদ।
উল্লেখ্য, ‘সিলেট সিটি কর্পোরেশনের ৩ টি গাড়ি উধাও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়। শেষ পর্যন্ত গতকাল শনিবার মেয়র আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন পরিচ্ছন্নতা কর্মীরা ভুলবশত নির্দিষ্ট জায়গা থেকে গাড়িগুলো সরিয়ে রেখেছিল। গাড়ি পাওয়া গেছে। বিজ্ঞপ্তি