• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুর হত্যাকারীরাই বর্তমানে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে : ড. একেএম আব্দুল মোমিন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৭

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি, বরেণ্য অর্থনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ, সিলেটের কৃতীসন্তান ড. একেএম আব্দুল মোমিন বলেছেন, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরাই বর্তমানে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে। ওদের রুখতে হবে, গড়ে তুলতে হবে প্রতিরোধ। তাই শুধু আওয়ামী পরিবার নয়, সকল প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিরোধ করতে হবে। এ লক্ষ্যে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে।
(১৯ ডিসেম্বর) মঙ্গলবার সকালে নগরির রেলগেইট পয়েন্টে সিলেট মহানগরির ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়ের ৪৬তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে
তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ আমির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদ শেমিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিফতাহুল হোসেন সুইট, নির্বাহী সদস্য আলহাজ্ব হেলাল বক্স এবং নির্বাহী সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সিটি মেয়র মোঃ আজম খান। আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সাবেক সিটি কাউন্সিলর আছমা বেগম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শমসের আলম খালিক, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইরান আহমদ, সাধারণ সম্পাদক ছয়েফ খান, জাতীয় শ্রমিকলীগ ২৬নং ওয়ার্ড সভাপতি আবদুল মালেক তালুকদার, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নেছার আলী, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ মানিক মিয়া, আজমল আলী, গিয়াস উদ্দিন, নাছির আহমদ, বাবুল মিয়া, আবু মিয়া, লিলু মিয়া, মানিক মিয়া, ওয়ার্ড যুবলীগ সভাপতি আকমল আলী মালাই, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ২৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুস সালাম শাহেদ, কৃষক লীগ নেতা দিলওয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আলমগীর, রুমন আহমদ, নাসির উদ্দিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জুবের। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নেছার আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে আওয়ামী পরিবারের বিভিন্ন ইউনিট থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
ড. একেএম আব্দুল মোমিন ‘সিলেটের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের কথা উল্লেখ করে বলেন, এই সরকারের আমলেই সিলেটে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আরো কিছু উন্নয়ন শিগগিরই দৃশ্যমান হবে, ইনশাল্লাহ। তিনি আগামীতে সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।-বিজ্ঞপ্তি