• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বর্তমান সরকার শিক্ষা ও কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে : আলহাজ্ব আশফাক আহমদ

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৭

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানা আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন বর্তমান সরকার শিক্ষা ও কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আগে শিক্ষার্থীরে সম্পূর্ণ বই পেতে বছরই চলে যেতো, এখন জানুয়ারী মাসের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। অর্থনৈতিক অভাবের কারনে যাতে শিক্ষার্থীরা ঝরে না পড়ে সে জন্যে সরকার উপ বৃত্তি দিচ্ছে। এক কথায় সরকার শিক্ষাকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। তিনি কৃষির কথা উল্লেখ করে বলেন সবচেয়ে বেশী ভর্তুকি কৃষিতেই দিচ্ছে। কৃষকরা বিনামূল্যে সার বীজ পাচ্ছে। কৃষিযন্ত্র পাতিতে ভর্তুকি দিচ্ছে সরকার যাতে কৃষকরা উৎপাদনে উৎসাহিত হয়, আগ্রহী হয়।
১৭ডিসেম্বর হাটখোলা ইউনিয়নের উমাইর গাঁও ভাদেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও ভার প্রাপ্ত প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জমির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ইউ/পি মেম্বার নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাহার উদ্দিন, আব্দুল কাদির, মুরব্বী মঙ্গাই মিয়া, আফতাব আলী, মনফর আলী, আনিছুর রহমান, সজ্জাদূর রহমান, কুদরত উল্যাহ, ফারুক আহমদ, সহকারী শিক্ষক মাশহুরা বেগম, দিপিকা সিনহা, খাদিজা খাতুন, শাহজামাল, রাজিব দাস তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন লিটু, কামরান আহমদ।
পরে খাসর বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স ও কৃষকদের মধ্যে কীটনাশক ¯েপ্র বিতরণ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানা আলহাজ্ব আশফাক আহমদ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউ/পি সদস্য আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাহার উদ্দিন, আব্দুল কাদির, ইউ/পি মেম্বার নজরুল ইসলাম, মুরব্বী ছাদিক মিয়া, প্রধান শিক্ষক দ্রুপদী দেবী প্রমূখ। বিজ্ঞপ্তি।