• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তিযোদ্ধাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শহিদুল ইসলাম

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৭

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক র্সাবিক শহিদুল ইসলাম বলেছেন,৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের ত্যাগী মুক্তিযোদ্ধা সৈনিকরা জীবন বাজি রেখে স্বাধীনতার জন্য পাক হানাদার বাহিনীর উপর ঝাপিঁয়ে না পড়লে আজও হয়তো আমরা স্বাধীনতা পেতাম না। তাই মুক্তিযোদ্ধাদের অবদান জাতির কাছে জন্ম-জন্মান্তর স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি গত (২৫ ডিসেম্বর ) সোমবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের ডাবতলায় পল্লী বাউল লোক সংগীতালয়ের আয়োজনে এলাকার সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ১০তম সংবর্ধনা অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট সমাজসেবকও শিক্ষানুরাগী আলহাজ¦ আজির উদ্দিনের সভাপতিত্বেও জাহিদ হাসান,জুবের ও সাদিকুর রহমানের যৌথ পরিচলনায় উক্ত অনুষ্টানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, জকিগজ্ঞ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (সুন্দর আলী), ৫নং কুড়ার বাজার ইউ/পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলকাছ আলী, ৫নং কুড়ার বাজার ইউ/পির সাবেক চেয়ারম্যান এ,এফ,এম,আবু তাহের,বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সেক্রেটারী আজির উদ্দিন, ,বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আক্তরুজ্জামান আজব আলী,বিশিষ্ট সমাজসেবী জিয়াউল ইসলাম মাস্টার ও আবুল কালাম মনু। অনুষ্টানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন আনুয়ার হোসেন পাশা এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী বাউল লোক সংগীতালয়ের প্রতিষ্টাতা কন্ঠশিল্পী এস এম মানিক,সদস্য গোপাল দাস ও আলী হাসান। পরে প্রধান অতিথি সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন । অনুষ্টান শেষে এক মনোজ্ঞ সাং¯ৃ‹তিক গানের আয়োজন করা হয়। এতে পল্লী বাউল লোক সংগীতালয়ের শিল্পীরা গান পরিবেশন করেন। প্রেস-বিজ্ঞপ্তি।