• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধের হুমকি দিয়ে গতকাল বছরের প্রথম টুইট বার্তায় বলেন, দেশটি “সন্ত্রাসীদের স্বর্গরাজ্য” ।
তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাস বিরোধী যুদ্ধের ক্ষেত্রে “মিথ্যাচার ও শঠতার” আশ্রয় নিয়েছে। খবর এএফপি’র।
সোমবার টুইটারে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ১৫ বছরেরও বেশি সময় ধরে বোকার মতো তিন হাজার ৩০০ কোটি ডলার পাকিস্তানকে দিয়েছে। এর বিনিময়ে তারা দিয়েছে শঠতা আর মিথ্যা। তারা ভেবেছে আমরা বোকা।’
ট্রাম্প আরও বলেন, আমরা আফগানিস্তানে যে জঙ্গিদের খুঁজছি তাদেরকেই তারা নিরাপদ আশ্রয় দিয়েছে। আর কিছু নয়।’
এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়ায় পাকিস্তান বলেছে, তারা যুক্তরাষ্ট্রের জন্যে যথেষ্ট করেছে। আল কায়দা ধ্বংসে সহায়তা করেছে। কিন্তু বিনিময়ে পেয়েছে কেবল অভিযোগ আর অবিশ্বাস।
এদিকে এর আগের মাসেই ট্রাম্প পাকিস্তানকে ত্রাণ সহায়তা না দেয়ার আভাস দিয়েছিল। ২ জানুয়ারি, ২০১৮ (বাসস )