• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুয়াশার কারণে শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট-ক্রুসহ ৪জন আহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় কুয়েতের কয়েকজন সেনা কর্মকর্তা নিয়ে ঢাকা থেকে উড়ে আসা একটি হেলিকপ্টার চলার পথে শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পের ভিতর কয়েকটি গাছ ভেদ করে একটি টিন সেট ঘরের উপর আছড়ে পড়ে।

এসময় ফ্লাইট লেঃ মেহেদি হাসান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরহাদ হোসেনসহ ৪জন যাত্রী আহত হয়। অন্য দুজনের নাম পাওয়া যায়নি। আহতদের উদ্বার করেছে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস।

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। শ্রীমঙ্গলে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে, এমনটাই ধারণা করা হচ্ছে।