• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

জাফলংয়ে পাথর শ্রমিক নিহতের ঘটনায় এসআই ক্লোজ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের জাফলংয়ে পাথর শ্রমিক নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআইকে (উপ পরিদর্শক) ক্লোজ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এসআই মতিউর রহমানকে ক্লোজ করা হয় বলে  নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সামসুল আলম সরকার।

তিনি জানান, জাফলংয়ে পাথর উত্তোলনের সময় গর্তে মাটি চাপা পড়ে শ্রমিক নিহতের এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআই মতিউর রহমান। দ্বায়িত্বে অবহেলার কারণে তাকে ক্লোজ করা হয়।

গত মঙ্গলবার বিকেলে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর তুলতে গিয়ে মাটি ধ্বসের ঘটনায় ৫ শ্রমিক নিহত হয়। এদের মধ্যে ৩ জনই একই পরিবারের। নিহতদের চারজনে বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে। অন্যজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। জাফলংয়ের মন্দিরের জুম এলাকা থেকে পাথরখেকো একটি চক্র ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন করে আসছিল।